Khoborerchokh logo

সরকারি নির্দেশনার ১৩ তম দিনেও রংপুর মহানগরীতে দেখা গেছে মানুষের উপস্থিতি । 103 0

Khoborerchokh logo

সরকারি নির্দেশনার ১৩ তম দিনেও রংপুর মহানগরীতে দেখা গেছে মানুষের উপস্থিতি ।


শাহ মোহাম্মদ রায়হান বারী 
দেশে প্রাণঘাতী ভাইরাস করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় রংপুর মহানগরীতে আজ মঙ্গলবার  সকাল থেকেই মাঠে নেমেছে মেট্রোপলিটন পুলিশ। নগরীর বঙ্গবন্ধু ম্যুরাল থেকে শুরু করে প্রত্যেকটি মোড়ে মোড়ে মেট্রোপলিটন পুলিশের সদস্যরা যানবাহন থেকে লোক নামিয়ে বিভিন্নজনকে সতর্ক করেছেন। এ সময় তারা জনগণকে ঘরে থাকার জন্য বিভিন্নভাবে বুঝিয়েছেন।
অন্যদিকে নগরীতে করোনা সচেতনতায় কোতোয়ালি থানার ওসির লেখা ও সুর এর একটি গান পরিবেশন ব্যাপক সাড়া ফেলেছে তবে কর্মমহীন ক্ষুধার্ত মানুষের মুখে কোন হাসি ফুটাতে পারে নাই।  অন্যদিকে নগরীকে জীবাণুমুক্ত রাখতে জলকামান দিয়ে  জীবাণুনাশক ছিটাচ্ছে পুলিশ ও রংপুর সিটি কর্পোরেশন  অপর দিকে রংপুরের প্রধান মিউনিসিপালিটি  বাজার খোলা রাখা হয়েছে সাধারণ মানুষ পায়ে হেটে  বাজারে এসে নিত্যপ্রয়োজনীয় জিনিষ পত্র যেমন আটা চাউল তেল লবন কাঁচাবাজার ক্রয় করে রিস্কা ও অন্যকোন যানবাহন না পাওয়ায় কঠিন ভোগান্তির স্বীকার হচ্ছেন কারণ রংপুর মেট্রোপলিটন পুলিশ কতৃক সবধরনের যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com